এছাড়াও হ্যান্ড সানিটাইজারের ভালো বিকল্প হতে পারে এই পেপার সাবান !!!
➡️সামান্য পানি হলেই এখন হাত জীবানুমুক্ত করতে পারবেন যেকোনো স্থানে বসেই। প্যাকেট / বক্স টি খুলে একটি পেপার হাতে নিন, আর সামান্য পানি দিয়ে ঘষা দিন, সাথে সাথেই সাবানের ফেনায় রুপান্তরিত হবে।
➡️কর্মক্ষেত্রে, রাস্তায় কিংবা কোথাও ঘুরতে গেলে এমনকি নিজ বাসায় যেকোনো জায়গায়ই এটি ব্যাবহার উপযোগী।
এই সময় সাবান দিয়ে হাত ধোয়া সব থেকে নিরাপদ। কিন্তু চাইলেই সব জায়গায় সাবান নিয়ে চলাফেরা করা সম্ভব না। এক্ষেত্রে সমাধান হচ্ছে পেপার সোপ। পকেটে করে যেখানে খুশি নিয়ে যাওয়া যায়।পাপড়ি নিয়ে সামান্য পানি মিশিয়ে দুহাত ঘষলে সাবানের মত ফেনা হয়ে যাবে।